Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন


অসুস্থ গবাদিপ্রাণি ও হাঁসমুরগির চিকিৎসা এবং ব্যবস্থাপত্র প্রদান-ভেটেরিনারি সার্জন (ভি,এস)-এর শরনাপন্ন হয়ে।

 

·       গবাদিপ্রাণি ও হাঁস-মুরগির টিকাবীজ বিক্রয় এবং উন্নত জাতের ঘাসের কাটিং/বীজ সরবরাহ (প্রাপ্তি স্বাপেক্ষে)- ইউ,এল,ও/ ইউ,এল,এ/ ভি,এফ,এ-র মাধ্যমে সরবরাহ করা হয়।

 

·       প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে কৃষক প্রশিক্ষণ, গবাদিপ্রাণি ও হাঁসমুরগি পালন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান, নিয়মিত খামার ও পারিবারিকভাবে পালিত গবাদিপ্রাণি ও হাঁসমুরগি পরিদর্শন, জীবনিরাপত্তা (Bio-Security) সম্পর্কে পরামর্শ প্রদান- ইউ,এল,ও/ ভি,এস / ইউ,এল,এ/ ভি,এফ,এ-র মাধ্যমে।

গবাদিপ্রাণি ও হাঁসমুরগি রোগাক্রান্ত এলাকা পরিদর্শন, নমুনা সংগ্রহ ও রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন- ইউ,এল,ও/ ভি,এস / ইউ,এল,এ/ ভি,এফ,এ-র মাধ্যমে।

 

·       কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/পয়েন্টে আনিত গাভী প্রজননের ব্যবস্থা গ্রহণ, গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষা করন-এফ,এ(এ,আই) / প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবীগণের মাধ্যমে।